পোরশা সীমান্তে ভারতে পাচারের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট: মার্চ ২২, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার সন্ধায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নিতপুর বালাশহীদ সীমান্ত এলাকা থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন তথ পেয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. সুলতান মাহমুদ শেখ পিএসসি এর নেতৃত্বে নিতপুর বিওপি হতে আনুমানিক ১কিলোমিটার দক্ষিণে সীমান্ত পিলার ২৩০/৯-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালা শহীদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৬০কেজি ওজনের ১টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন বিজিবি। যার মূল্য প্রায় ৩০লক্ষ টাকা।