পোষা বিড়াল

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

হাবিবুল ইসলাম তোতা:


আমাদের সমাজ সংসারে আর বাঘ জন্ম নেয় না !
জন্ম নেয়, নাদুস নুদুস পোষা বিড়াল ।

প্রভুর নিমক বলে কথা।
একটু আদর পেলে নিজেকে বিকায়
তারা অকারণে লেজ নাড়ে,
হাত-পা তুলে নেচে গেয়ে
ঢলে গলে উপচে পড়ে,
হুকুম পেলে ন্যায়-অন্যায় বোঝে না
সুযোগ পেলে পোষা বিড়াল হয়ে ওঠে হায়েনা।