শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান দুর্ঘটনায় দেশটির এক আইনপ্রণেতাসহ চারজনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ বলছে, বিমানটি আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটিতে কলোরাডার আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস এবং তার দলের ৩ সদস্য ছিলেন যাদের সকলেরই মৃত্যু হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, বিমানটি উড়ার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।
দেশটির ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ওয়াল্টার হার্মস এবং আরও ৩ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
এদিকে বিমান বিধ্বস্তের পর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে একটি মাঠে ওই বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন