রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের ব্যক্তিগত সহকারীর সম্পত্তি নিয়ে বিরোধ বিষয়ক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দায়িত্বপ্রাপ্ত মেয়রের নিযাম উল আযীমের দৃষ্টিগোচরভুক্ত হয়েছে। এ প্রসঙ্গে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, ঘটনাটি ব্যক্তিগত সহকারীর ব্যক্তিগতের সাথে তার বা রাজশাহী সিটি করপোরেশনের কোন সম্পর্ক নেই। প্রকাশিত সংবাদে দায়িত্বপ্রাপ্ত মেয়রকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তার ও রাজশাহী সিটি করপোরেশনের সম্মানহানী হচ্ছে। তাই উল্লেখিত ঘটনার সাথে মেয়র বা রাজশাহী সিটি করপোরেশনকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন রাসিক কর্তৃপক্ষ।