প্রকাশ্যে যৌন নিগ্রহের চেষ্টা, অভিযোগ জানাতেই দলিত কিশোরীকে পুড়িয়ে দেওয়া হল

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


প্রকাশ্যে যৌন নিগ্রহের চেষ্টা করেছিল ৪৮ বছরের এক ব্যক্তি। ভয় পেয়েই থানায় ছুটে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন ১৮ বছরের এক দলিত কিশোরী। ঠিক এর পরের দিন তাঁকে পুড়িয়ে দিল অভিযুক্তের ছেলে। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তের ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত ৭ অক্টোবর। বাড়ির অদূরে মাঠে গিয়েছিলেন দলিত কিশোরী। সেখানেই তাঁকে যৌন নিগ্রহের চেষ্টা করে ৪৮ বছরের ওই ব্যক্তি। শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বারবার তাঁকে জোর করে।

কোনও মতে সেখান থেকে পালিয়ে যান কিশোরী। সেদিন থানায় অভিযোগ দায়ের করেন। ৭ অক্টোবর যৌন নিগ্রহের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিনই তাকে জামিন দেয়।

কিশোরীর পরিবারের অভিযোগ, এই ঘটনার পর অভিযুক্তের পরিবার বারবার খুনের হুমকি দিত। ৮ অক্টোবর ব্যক্তির ছেলে আচমকা ঘরে ঢুকে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ঘর ছেড়ে পালিয়ে যায় সে। অগ্নিদগ্ধ অবস্থায় কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version