সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজ থেকে সিয়াম বিন মোস্তফা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। তাঁর ইচ্ছা প্রকৌশলী হওয়ার। সিয়াম নগরীর ২ নং ওয়ার্ডের হড়গ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা।
তাঁর বাবা মোস্তফা কামাল জানান, সিয়াম জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন। উচ্চ মাধ্যমিকে সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৪ নম্বর অর্জন করেছেন। সিয়ামের স্বপ্ন ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের সেবা করার। সৃষ্টিকর্তার পরে তাঁর এই সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন সিয়াম।