সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার একুশ সংখ্যা প্রকাশ বিষয়ে এক আলোচনা সভা শনিবার (১৮ জানুয়ারি) বিকাল পাঁচ টায় নগরীর বাটার মোড়স্থ নির্বাচিত’তে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কবি শানীমা নাইস,অধ্যাপক দিপালী রানী, কাবেরী সাহা, অধ্যাপক অসিত সাহা,কবি নাজিম খোকন, রবিউল ইসলাম সানী, অধ্যাপক সাবরিন নাহার, এস এম মাহাবুব আলম,আব্দুল লতিফ চঞ্চল, মো লতিফুর রহমান, সাথিয়া সুলতানা হিমা,এস এম আব্দুল্লাহ, মো জাকির হোসেন, সন্তু পাল,এসএম সারোয়ার জাহান, শিল্পী হায়দার প্রমুখ। পরে আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শেষ হয়।