শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
স্মরণ সভায় বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির-সোনার দেশ
ডা. সৈয়দ সাফিকুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ডা. সৈয়দ সাফিকুল আলম ছিলেন প্রগতিশীল সংস্কৃতিক চর্চার অগ্রপথিক। বাঙালিদের অধিকার ও আন্দোলনে ব্যাপক অবদান রেখেছেন তিনি। দেশের অসা¤্রদায়িক ও গণতান্ত্রিক সংগ্রামকে সফলতার লক্ষে এগিয়ে নিয়েছেন। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘অসাম্প্রদায়িক বিজয়ের হাতিয়ার’ শীর্ষক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধিদের বিচারের আন্দোলনে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৈয়দ সাফিকুল আলম। তার চিরভাস্বর জীবনকৃতিতে আমরা গর্ব বোধ করি। তিনি ২০১৫ সালের এই দিনে অস্ট্রোলিয়ার ক্যানবেরায় আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু তার কর্ম ও কৃতিত্ব আমাদের হৃদয়ে সারাজীবন রয়ে যাবে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকমনা কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখা যেতো ডা. সাফিকুল আলমকে।
মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নগর ও জেলার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, ভাষাসৈনিক আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অধ্যাপক ডা. সুজিত সরকার, কেন্দ্রীয় নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, আবুল কালাম আজাদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।