রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। দিন যত এগোচ্ছে প্রচারণাও তত বাড়ছে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে গাঁদা ফুল, বিস্কুট ও টাকা দিয়ে একত্রিত করে তৈরি করা মালা পড়িয়ে দিয়েছে ভোটাররা।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলার কলমা ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে মাহিকে ভোটাররা ফুলের মালা পড়িয়ে দেন। ভোটারদের এমন ভালোবাসায় আবেক আপ্লুত হন মাহি।
এসময় মাহি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ দেখে মনে করবে আমি হয়তো বা অনেক আগে থেকে বলে রাখেছি বা আমি বলছি বানাইয়ে রাখেন। এই রকম মনে করবে। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, এই হুট করে এখান দিয়ে গেলাম। কিভাবে আমাকে দেখে এতো তাড়াতাড়ি মালা বানিয়ে পড়িয়ে দিল। আমি খুব খুশি হয়েছি।
মাহি আরো বলেন, আমি পাস করি, আর ফেল করি এটা পরের বিষয়। আমি এই ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে অনেক বড়। আজব রকমের একটা মালা। দেখেন বিস্কুট আছে, ফুল আছে, টাকাও আছে। আমার কাছে এই ভালোবাসাটা অনেক ইনপর্টেন্ট। আমার এখন ফিল হচ্ছে যদি আমি হেরেও যায় তাও কোন কষ্ট নাই। পরে তিনি বলেন, সবাইকি আমার মার্ক যানেন, ট্রাক মার্কা।
প্রসঙ্গত, এই আসনে একটানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
রাজশাহী-৬ আসনে জুমার নামাজ শেষে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন শাহরিয়ার আলম। জুমার নামাজ শেষে করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন রাজশাহী-৬ আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বাঘা শাহী মসজিদে জুমার নামাজ পর তিনি অনুরোধ জানান। এরপর তিনি বাঘা পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে ভোট চান।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।
এছাড়া এ আসনে প্রার্থী আছেন, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), এনপিপি’র মহসিন আলী (আম), বিএনএম’র আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল), সাবেক সংসদ-সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি) প্রতীক নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোট চেয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার যোগিপাড়া ইউনিয়নের কাতিলা বাজার, নখোপাড়া, মাধাইমুড়ি, হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রাম, মাঝগ্রাম ও কোনাবাড়িয়া বাজার সহ বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। সেই সাথে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য সাফিনুর নাহার, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন প্রমুখ।