প্রজাপতি

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ

হাফিজ লোকমান আহমদ


প্রজাপতি রঙের রাণী রঙ বাহারি রঙ হয়
হাসি-খুশি সে মানুষটি যাহার এমন সঙ হয়।
পাখি দেখি আঁখি দেখি দেয়না হৃদে নাড়া
ভীষন একা লাগে- যখন প্রজাপতি ছাড়া।

প্রজাপতি বসলে ফুলে চেয়ে চেয়ে দেখি,
প্রজাপতি নিয়ে ভেবে কাব্য- ছড়া লেখি।
প্রজাপতি রঙের রাণী দেখতে ভারি মিষ্টি,
প্রজাপতি হরেক রঙের লম্বা অনেক লিশটি।

প্রজাপতি দেখলে আমার আটকে থাকে দৃষ্টি,
কে করিলেন প্রজাপতির এই অপরূপ সৃষ্টি?
প্রজাপতির রঙের বাহার লালে নীলে গড়া,
ঘুম ভেঙে যায় যখন শুনি নিরব নড়া চড়া।

প্রজাপতি খুঁজি আমি ফুল বাগানের ফুলে,
পাই না তখন দুঃখ যখন আমার মনের কূলে।
প্রজাপতি ডানা মেলে কোন দেশে যায় উড়ে?
প্রজাপতির মত আমি আসব সে দেশ ঘুরে।