সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক পেয়েই প্রচারণার মাঠে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খাঁন। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (১৩ মে) বেলা ১২টায় এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও তিনি হযরত শাহ্ মখ্দুম রুপোস (রহ) এর মাজার জিয়ারত করেন।
এসময় রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান বলেন, তিনি জনগণের সাথে আছেন। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে আছেন এবং সারাজীবন থাকবেন বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে পবা উপজেলার রাস্তাঘাটসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন। শুধু তাই নয় বাল্যবিবাহ এবং যৌতুক বন্ধ করবেন। তিনি আরো বলেন, বর্তমানে সব থেকে বড় সমস্যা হচ্ছে, মাদক। এই মাদকের কারনে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যে কোন মূল্যে উপজেলা থেকে মাদক নির্মূল করা হবে।
ওয়াজেদ আলী আরো বলেন, এই উপজেলায় অনেক গরীব দুঃখী মানুষ রয়েছে। ঐ সকল মানুষদের যাচাই বাছাই করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্ত করা হবে। প্রতিবন্ধি ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের এবং কর্মসংস্থানের ব্যবস্থাসহ যুবসমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বিরত রাখার ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি।
দোয়ায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, নওহাটা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কৃষক লীগ নেতা শাফিকুল ইসলাম শাফিসহ আওয়ামী লীগ, কৃষক লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।