বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
শিরোইল কলোনি স্কুলের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাংসদ ফজলে হোসেন বাদশাসহ অতিথিরা – সোনার দেশ
নগরীর শিরোইল কলোনী স্কুলের পাঁচতলা ভিত বিশিষ্ট ভবনের তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে রাজশাহীকে সর্বশ্রেষ্ঠ নগরীতে পরিণত করবো। আসন্ন সিটি নির্বাচনে খায়রুজ্জামান লিটন মেয়র হয় তাহলে দু’জন মিলে রাজশাহীর উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ বাদশা বলেন, নগরীর এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগে নি। আমরা ক্ষমতায় এসে এমন কোন মসজিদ ও মাদরাসা নেই যেখানে অনুদানের অর্থ পৌঁছায় নি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আমি ও লিটন এক সাথে কাজ করার সুযোগ পাবো। রাজশাহীর সকল কবরস্থান সোলার বিদ্যুতের আলোয় আলোকিত করার অঙ্গিকার করেন।
বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথির বক্তব্যে রাসিকের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এলাকাবাসীর মুখে হাসি দেখলে আমার ভালো লাগে। তাই আপনাদের মতো আমিও শিরোইল উচ্চবিদ্যালয়ের উন্নয়নে আনন্দিত হয়েছি। নগরীতে বড় ক্যাম্পাস বিশিষ্ট স্কুল প্রয়োজন আছে। এই স্কুলের দিকে সাংসদ বাদশার নজর পড়েছে, তখন অবশ্যই উন্নয়ন হবে। এবার নগরবাসী যদি আমাকে রাসিকের মেয়র হিসেবে নির্বাচিত করেন তাহলে রাজশাহীর উন্নয়নের কোন ঘাটতি হবে না। মা- বোনেরা দোয়া করবেন সাংসদ বাদশার সঙ্গে আমি যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সুযোগ পাই। রাজশাহীর উন্নয়নকে আরো গতিশীল করবো ইনশাল্লাহ।
শিরোইল কলোনী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আখতারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান ও কমিটির সদস্য বাদশা শেখ। এতে স্বাগত বক্তব্য দেন, স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক।