সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলেও তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দিবো। আমাকে কোনো হুমকি দেয়া হয়নি।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে রাজশাহী সার্কিট হাউসে নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহিয়া মাহি। মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ওমর ফারুক চৌধুরী এমপি আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।
মাহি বলেন, আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি কারেন্টের থেকে ফাস্টার গতিতে তারা সেখানে পৌঁছেছে। কোনো ভোটারকে ভয় দেখানোর সুযোগ নাই। ভোটাররা যেন কেন্দ্র উপস্থিত থাকে সেজন্য যা যা করার দরকার সেটা যেন আমরা করি।
প্রসঙ্গত, এ সভায় রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সিইসি প্রার্থীদের কথা শোনেন। এসময় তিনি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে কথা বলেন।