প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি রাজশাহীর উদ্যোগে রাজশাহী জেলার প্রতিবন্ধীদের ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর সিপাইপাড়াস্থ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি রাজশাহীর সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরোজ আরা, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, এবং পদ্মা রোটারী ক্লাব রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. ডি এম জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর শামসুন্ননাহার, অসকস সভাপতি প্রফেসর ডা. শামসুজ্জামান চৌধুরী, অসকস সেক্রেটারী জাহাঙ্গীর আলী প্রমুখ।
গতকাল বুধবার জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি রাজশাহীর সভাপতি মোজাম্মেল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ