শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রতিবন্ধী ফোরাম (এনএফওডাব্লুডি) ও প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটির (পিএসএস) যৌথ উদ্যোগে ‘আবাসিক প্রতিষ্ঠানে বসবাসরত প্রতিবন্ধী শিশুদের প্রমিত সেবামান নিশ্চিতকরণ’ বিষয়ে বিভাগীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটির নির্বাহী পরিচালক মো. আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সমাজসেবা অধিদফতরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, কারিতাসের অঞ্চলিক পরিচালক শ্রী ডেনিস সি বাস্কে, স্ব-উন্নয়ন রাজশাহীর সভাপতি মুস্তাফিজুর রহমান খান।
এসময় উপস্থিত থেকে অতিথিরা বলেন, প্রতিবন্ধীদের ভালবাসা দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীদের কখনো বোঝাঁ মনে করা যাবে না। তাদের সঠিকভাবে পরিচালনা করলে তারাও সস্পদে পরিণত হবে। অনেক পরিবারে প্রতিবন্ধীদের বোঝা মনে করেন পরিবারের বাবা-মারা। কারণ তারা মনে করেন এই প্রতিবন্ধী ছেলে বা মেয়েকে দিয়ে চাকরি করিয়ে টাকা পাওয়া যাবে না। এটা ভুল ধারণা, প্রতিবন্ধীদের সঠিক ভাবে পরিচালনা করা হলে তারাও ভবিষ্যতে সস্পদের পরিণত হবে।
জাতীয় অন্ধ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, এনএফওডাব্লুডির সমন্বয়কারী মোশাররফ হোসেন, তথ্য অধিদফতর রাজশাহীর কর্মকর্তা বিধান চন্দ্র কর্মকারসহ বিভিন্ন সংস্থার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।