সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল। চট্টগ্রাম টেস্টে ওপেনিংয়ে অ্যালিস্টার কুকের সঙ্গী হবেন কে? বেন ডাকেট নাকি হাসিব হামিদ। যার উত্তর জানা যায় নি এখনও।
এমনকি নিজেও এর সঠিক উত্তর দিতে পারলেন না টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়ে কুক বলেছেন, ‘আসলে সবার আগেই হয়তো চিন্তা আসবে এই সময়টাতে কে বেশি রান করবে। কিন্তু স্বস্তির বিষয় হলো ওই দু’জনই ভালোভাবে মানিয়ে নিয়েছে। আর আমার কাছে বিষয়টি রোমাঞ্চকরই লাগছে, কারণ ১৯ বছর বয়সী ও ২২ বছর বয়সী দুজন তরুণ ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলতে যোগ্যতা অর্জন করেছে; রোমাঞ্চের আসল জায়গাটা এখানেই।’
গত সোমবারই চট্টগ্রামে পা রেখেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক। দ্বিতীয় কন্যার বাবা হবেন দেখেই ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। যার কারণে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন নি। তাই গতকাল মঙ্গলবারই একক অনুশীলনে মগ্ন ছিলেন। আর এই উপমহাদেশে এই সফরের পরই ভারত সফরে যাবে ইংল্যান্ড। যে কারণে এই সফরটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি, ‘এই কন্ডিশনে ৭টি ম্যাচ, যেটা আসলেই চ্যালেঞ্জিং। উপমহাদেশে আমি কখনও ৮ সপ্তাহে ৭টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করি নি। তাই যাই হোক না কেনও আমাদের শুরুটা ভালোই করতে হবে।’ বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট খেলবে চট্টগ্রামে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে এই টেস্ট।-বাংলাট্রিবিউন