প্রথম দিনে গেল গার্মেন্টস ঝুট, আসলো পাথর

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহী-মুর্শিদাবাদ নৌবন্দর উদ্বোধনের প্রথম দিনে পাঠানো হয়েছে ঝুট কাপড়। একই সাথে ভারত থেকে এসে পাথর। সোমবার (১২ ফেব্রুয়ারি) উদ্বোধনের আগে ও পরে এসব পণ্য আনা নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ পরিচালক রফিকুল ইসলাম। তিনি জানার, ভারত থেকে ১০০ মেট্রিক টন পাথর এসেছে। বাংলাদেশ থেকে ১১ দশমিক ৭ টন ঝুটতোলা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে পণ্য আনা নেওয়া আরও বাড়বে। উদ্বোধন দিনে দুই দেশ থেকে পরীক্ষামুলকভাবে পাঠানো হয়েছে। আগামীতে আরও বেশি পাঠানো হবে। প্রতিদিন এর সংখ্যা বাড়বে।

তিনি আরও জানান, দুইদেশেই বাল্কহেডে করে পণ্য আনা নেওয়া হবে। এদেশ থেকে যাবে আবার ওই দেশ থেকেও আসবে। নতুন নতুন আমদানি ও রফতানিকারকরা যুক্ত হবে। এছাড়াও পর্যায়ক্রমে সবজি পাঠানো হবে সে দেশে। সেখান থেকেও বিভিন্ন সবজি ও পেঁয়াজ আসবে আমাদের দেশে।

রফতানিকারক বশির আহমেদ জানান, প্রথম দিন পরীক্ষামূলকভাবে ৩১০ ব্যাগে ১১ হাজার ৭০০ কেজি গার্মেন্টস ঝুট কার্টন পাঠানো হয়েছে। পরীক্ষামূলকভাবে এই পথ দিয়ে এই মালামাল পাঠানো হলো। এর আগে বুড়মারি, সোনামসজিদ বন্দর দিয়ে ভারতে পাঠাতাম। এবার উদ্বোধন উপলক্ষে এই পথ দিয়ে পাঠালাম। সময় কম লাগবে। মাত্র দেড় ঘণ্টায় সুলতানগঞ্জ নৌবন্দর থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরে পৌঁচ্ছে যাবে। আশা করছি এই রুট আমাদের জন্য সহজ হবে। সময় ও খরচ কম পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ