মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বলি অভিনেতা অর্জুন রামপাল-এর বিষয়ে নানা খবর শিরোনামে আসে। কখনও তাঁর ব্যক্তিগত জীবন, কখনও আবার কাজের আঙ্গিকে তাঁর অভিনীত চরিত্র সমালোচনা হয় নেটিজেনদের মধ্যে। এবার অভিনেতাকে নিয়ে এল এক অন্য খবর।
অভিনয় জগতের বাইরে এসে তিনি ইতিহাস গড়লেন। প্রথম ভারতীয় তারকা হিসেবে নজির গড়লেন অর্জুন রামপাল। আমেরিকার ‘চিল্ড্রেনস রাইটস অ্যান্ড ইউ’-এ ১২ দশমিক ৫ কোটি টাকা দান করলেন অভিনেতা। প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, ভাল থাকা আরও সুনিশ্চিত করতে তাঁর এই উদ্যোগ। অভিনেতার এই উদ্যোগের মূলে রয়েছে তাঁর অতীত জীবন।
মধ্যপ্রদেশের বাসিন্দা অর্জুন রামপাল। সেখানেই বড় হয়ে ওঠা। ছেলেবেলায় তাঁর বাবা-মা আলাদা হয়ে যাওয়ায় তিনি তাঁর মায়ের সঙ্গে থাকতেন। অর্থনীতিতে স্নাতক হয়ে তিনি মডেলিং শুরু করেন। সেখানেও সফল হন। তারপর ১৯৯৫ সালে, যখন তিনি মনীষা কৈরালার সঙ্গে ‘মোক্ষ’ ছবির জন্য চম্বলে শ্যুটিং করছিলেন, সেখানে বহু মানুষ মনীষাকে দেখার জন্য ভিড় জমান।
অভিনেতারা এমন পরিচিত, এমন ভালবাসা দর্শকের থেকে পান, স্বচক্ষে দেখার পর তিনি ঠিক করেন তিনি অভিনেতা হবেন। তারপর শুরু হয় পরিশ্রম। একটা সময় বাড়ি ভাড়া দেয়ার মতো টাকাও ছিল না অভিনেতার কাছে। কিন্তু, নিজের খাবার বাঁচিয়ে রাস্তার কুকুরকে খাওয়াতেন তিনি। ধীরে ধীরে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করেন অর্জুন রামপাল।
জীবনের একটা সময় অভাব কী জিনিস তাই বুঝেছিলেন অভিনেতা। তাই বরাবরই দুঃসময়ে সবার পাশে দাঁড়ান তিনি। আমেরিকায় ‘চিল্ড্রেনস রাইটস অ্যান্ড ইউ’-এ তাঁর অর্থদান নিয়ে অভিনেতা জানান, তিনি ভাগ্যবান বলে এই সুযোগ পেয়েছেন। তাই প্রচারের আলোয় থাকতে নারাজ অভিনেতা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন