প্রথম ভোটেই এল জয়, রাহুলের রেকর্ড ভাঙলেন প্রিয়াঙ্কা

আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


এই ওয়েনাড থেকেই পরপর দু’বার সাংসদ নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। শেষবার, অর্থাৎ ২০২৪-এর নির্বাচনে রাহুল এই আসনে জয়ী হয়েছিলেন ৩,৬৪,৪২২টি ভোটের ব্যবধানে। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে ইতোমধ্যেই সেই ব্যবধান ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা! যা বিরাট সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়েনাড লোকসভা থেকে উপনির্বাচনে জিতলেন ৪ লক্ষের বেশি ভোটে। তিনি হারালেন সিপিএমের সত্যন মোকেরিকে। বিজেপি প্রার্থী নব্য হরিদাস শেষ করলেন তৃতীয় স্থানে। এখানে ভোটদানের হার ছিল ৬৪ দশমিক ৭২ শতাংশ। চলতি বছরের লোকসভা ভোটে এখানে ভোটদানের হার ছিল ৭২ দশমিক ৯২ শতাংশ।

২০১৯ সালে রাহুল গান্ধী যখন এখানে প্রথমবার ভোটে লড়েন তখন ভোটদানের হার ছিল ৮০ দশমিক ৩৩ শতাংশ। তবে প্রথমবার ভোটে লড়েই রেকর্ড মার্জিনে জিতলেন প্রিয়াঙ্কা। এবার তিনি সংসদে গিয়ে বসবেন তার ভাই রাহুলের সঙ্গে।

এদিন জয়ের পর ওয়েনাডবাসীকে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা। ভোটের প্রচারের সময় তিনি কৃষকদের পাশে থাকের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই এই ভোটে বড় ফ্যাক্টর হয়েছে বলেই মনে করছেন রাজনীতিবিদরা।

যেখানে রাহুল গান্ধী চলতি বছরের লোকসভা নির্বাচনে এই আসনে সাড়ে তিন লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছিলেন এবার সেখান থেকেই প্রিয়াঙ্কা জিতলেন আরও বেশি ভোটের ব্যবধানে। প্রিয়াঙ্কার জয়ের পরই খুশিতে ফেটে পড়েন সেখানকার কংগ্রেস সমর্থকরা।

অন্যদিকে ফের একবার এখানে মুখ পুড়ল বিজেপির। কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ওয়েনাডবাসী তাদের ঘরের মেয়েকে ঢেলে ভোট দিয়েছেন। এবার উন্নয়নের দিক থেকে তারা বিজেপিকে মাত করে দেবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ