নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় আগত জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাজশাহী মহানগরীর ১৩ টি স্পটে ১৩ টি গাড়ি করে ১ লাখ ৫০ হাজার বোতল পানি বিতরণ করা হচ্ছে। জনসভায় আগত যে কেউ বিনামূল্যে এই পানি নিতে পারবেন।
যেসব স্পটে সুপেয় পানি পাওয়া যাচ্ছে, রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়, ল²ীপুর মোড়, ঘোষপাড়া মোড়, সদর হাসপাতাল মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, রেল স্টেশন, বন্ধগেট, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত¡র,কুমারপাড়াস্থ মহানগর দলীয় কার্যালয়, সাগরপাড়া বটতলা, জয় বাংলা চত্ত¡র, লালনশাহ মুক্তমঞ্চ, তালাইমারি মোড়।