প্রধানমন্ত্রীর জনসভায় চারঘাটে ১৫ হাজারের অধিক কর্মী-বহর প্রস্তুত

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :


আগামী ২৯ জানুয়ারি রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ চারঘাট শাখার আয়োজিত বিভিন্ন স্থানে বিশেষ বর্ধিত সভা, প্রচার মিছিল, মাইকিং, ব্যানার, ফেসটন ও রাস্তায় রাস্তায় সাজ সজ্জিত গেটসহ প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনার শেষ নেই জেলা ও উপজেলাগুলোতেও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

জনসভাকে সফল করতে সচেষ্ট নেতারা। উপজেলা, প্রতিটি ইউনিয়ন,ওর্য়াড স্থানীয় নেতারা ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, ২৯ জানুয়ারি রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল

করার এবার চারঘাট উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জনসভায় যোগদানে কর্মী-বহর নিয়ে বাস, মাইক্রো, অটোরিক্সা, ইমা, সিএনজি, নসিমন-করিমন, মটরসাইকেল ও ২০টি নৌকাযোগে ১৫ হাজারের অধিক জনসমাগমের ঢল নামবে সমাবেশে।

এ বিভাগের অন্যান্য সংবাদ