শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঈশ্বরদী থেকে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও জনসমাগম বাড়াতে পাবনার ঈশ্বরদী শহর ও গ্রামে গ্রামে দফায় দফায় পথসভা করেছে আওয়ামী লীগ। শহরের কলেজ রোড, পাকশী ইউনিয়নের পাকশী আমতলা, সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া, সাঁড়া, সলিমপুর, মুলাডুলি ও দাশুড়িয়ায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রত্যেক সংগঠন থেকে আলাদা আলাদা ভাবে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ সমর্থকদেরও রাজশাহীর জনসভায় অংশগ্রহনের ব্যবস্থা করা হয়েছে।
এসব সভায় অংশ নিয়ে পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস সার্বক্ষনিকভাবে এসব কর্মসূচীর সমন্বয় করছেন। এছাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ, উপজেলা ও পৌর যুবলীগ যৌথভাবে গাড়িবহরসহ বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকদের নিয়ে রাজশাহীর জনসভায় অংশগ্রহণ করবেন বলে জানান উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও যুবলীগ নেতা মিলন চৌধুরী।
রাজশাহীর জনসভাকে কেন্দ্র করে শুক্রবার (২৭ জানুয়ারি) সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের পাশপাশি সকল অঙ্গ, সহযোগি ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।
আগামীকাল রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটর সাইকেলসহ দুই শতাধিক যানবাহন, নৌপথে অর্ধশতাধিক ট্রলার ও বড় নৌকা প্রস্তুত রাখা হয়েছে। এমপি নুরুজ্জামান বিশ্বাস জানান, সড়ক পথ ও নৌ পথ ছাড়াও ঈশ্বরদী থেকে রাজশাহীগামী আন্তঃনগর কমিউটার ট্রেনের পুরোটাই বুকিং দেওয়া হয়েছে। ট্রেনে অতিরিক্ত বগিও সংযোজনের ব্যবস্থা করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা আ:লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও আটঘরিয়া উপজেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন এই দুই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে নিয়মিত সাধারন সভা করে দলীয় নেতাকর্মীদের রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপি নুরুজ্জামান বিশ্বাস জানান, শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সেই লক্ষ্যে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও জাগরণের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন ও সমাবেশকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ও পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানান এমপি।