প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়ামাহফিল ও আলোচনাসভা

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:২২ পূর্বাহ্ণ

গুরুদাসপুর প্রতিনিধি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হাঙ্গেরী সফরকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও প্রাণে বেঁচে যাওয়ায়  এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উদীয়মান বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের পরিবার ও কচুগাড়ী ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে গত শুক্রবার রাতে ওই মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। কচুগাড়ী বাজারে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কচুগাড়ী গ্রামউন্নয়ন কমিটির সভাপতি মো. সোলায়মান আলী খান। এসময় আরো উপস্থিত ছিলেন উদীয়মান বহুমূখী সমবায় সমিতির নির্বাহী পরিচালক ডা. মো. আবদুল মালেক সরকার, ডা. লুৎফর রহমান, সাইদুর রহমান মন্টু, শাহজাহান আলী সরদার, ওয়ালিউল হক ডাবলু, রতন প্রাং, ইউপি সদস্য এনামুল হক প্রিন্স, আজাহার আলী মাস্টার, মকছেদুর রহমান, খলিলুর রহমান ও বদিউজ্জমান প্রমুখ।