প্রধানমন্ত্রীর ভারত সফর

আপডেট: জুন ২১, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ণ

অমীমাংসিত বিষয়ের সমাধান হোক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। তার সফরকে বাংলাদেশ ও ভারত উভয় দেশই বেশ তাৎপর্যপূর্ণ বলেই ধারণা করছে। নরেন্দ্র মোদির তৃতীয় দফার নতুন সরকারের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী উভয় দেশের মধ্যে বিরাজমান অমীমাংসিত বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে- যা বাংলাদেশ বিশেষভাবে প্রত্যাশা করে। বাংলাদেশ ভারতের সাখে বন্ধুতার যতবেশি পূর্ণতা দিয়েছে সে ক্ষেত্রে ভারতের অগ্রগতির সুযোগ রয়েছে। ভূ-রাজনৈতিক বাস্তবতা সেটাই বলে যে, দুই দেশের বন্ধুত্বের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে তার শিগগিরই নিরসন হওয়া বাঞ্ছনীয়।

সংবাদ মাধ্যমের তথ্য জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর সামনে রেখে অন্তত ১৪ টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। তবে এর-মাঝে ১০ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এরমধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার নবায়ন হবে। জ্বালানি, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে চুক্তি ও সমঝোতার নবায়ন হবে বলে আশা করা হচ্ছে। সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে।

অমীমাংসিত বিষয়ের মধ্যে তিস্তা চুক্তি অনেক বেশি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য অগ্রাধিকার গুরুত্ব বহন করে। আমারা আশা করি তিস্তার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যা দুই দেশের সম্পর্ককে এক নতুন যগে, নতুন মর্যাদায় এগিয়ে নিবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ