বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মীবাহিনী দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য সুশৃঙ্খল আওয়ামী লীগ চাই। আওয়ামী লীগকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। যারা চাঁদাবাজি-মাস্তানি করবে তাদের সঙ্গে কোনো আপস নয়। তাদের বিরুদ্ধে আপসহীন লড়াই চলবে। ১৭ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
দৈনিক সোনার দেশ পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায় হলো- আওয়ামী লীগকে শৃঙ্খলাবদ্ধ একটি রাজনৈতিক দলে পরিণত করা। যে দলটির নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আলোকোজ্জ্বল নেতৃত্বের পথ ধরেই বাঙালি জাতিসত্তা বিকশিত হয়েছে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, স্বাধিকারের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে। জাতির পিতার নেতৃত্বেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতার এই বিরল নেতৃত্ব বিশ্বকে বাংলাদেশ চিনিয়েছে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের মত একটি শৃঙখলাবদ্ধ রাজনৈতিক সংগঠনের কারণেই। জাতির পিতা সেভাবেই দলকে সংগঠিত করতে পেরেছিলেন।
বাংলাদেশ এই মুহূর্তে সময়ের এমন এক বাঁক অতিক্রম করছে- সেখানে শৃঙ্খলাবদ্ধ আওয়ামী লীগের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতাবিরোধী শক্তি মরিয়া হয়ে অপচেষ্টায় লিপ্ত আছে যাতে করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিস্যাৎ করে দেয়া যায়। অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে দেশের মানুষের ঐক্য প্রয়োজন। কিন্তু তার আগে ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের মধ্যেকার ঐক্য সুসংহত করার প্রয়োজনীয়তার কোনো বিকল্প নেই।
এটা বলার অপেক্ষা রাখে না যে, এই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় নতুন নতুন মাত্রা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি তাঁর নেতৃত্বকে প্রমাণ করেছেন, দেশে এবং বৈশ্বিকভাবে। তাঁর নেতৃত্বের অপরিহার্যতা সময়ের দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ এগিয়ে নিতে এমন ছন্দবদ্ধ নেতৃত্ব বঙ্গবন্ধুর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রমাণ করেছেন। যে কারণেই স্বাধীনতাবিরোধী শক্তি তাঁকে মেরে ফেলতে চেয়েছে বারবার। কিন্তু তিনি বারবারই ফিনিক্স পাখির মতই মুক্তিদাতা হিসেবে জাতিকে গৌরবের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
স্মার্ট বাংলাদেশ তেমনই একটি লক্ষ্য যা বাংলাদেশকে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। জনেনেত্রী শেখ হাসিনা ছাড়া সেই স্বপ্নকে বান্তবে রূপ দেয়ার আর কে আছে? স্মার্ট বাংলাদেশ অর্জনের জন্য, অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্র গঠনের চলমান নেতৃত্ব এগিয়ে নিতেই আওয়ামীলীগকে সুসংগঠিত দল হিসেবে প্রমাণ করতে হবে। এন জন্য সত্যিই আওয়ামী লীগের কর্মিদের স্মার্ট হতেই হবে। এখানে বিভ্রান্তির কোনো সুয়োগ নেই। যারা দেশ ও দেশের মানুষের অনিষ্টকারী তারা পরাজিত হবেই।