প্রধানমন্ত্রী আসছেন: কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


রাত পোহালেই সবুজ নগরী রাজশাহীতে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা। নির্বাচনী বছরের এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের। জনসভার আগে শুক্রবার (২৭ জানুয়ারি) রাজশাহীতে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাই অবস্থান করছে। সমাবেশের আগে দিনব্যাপি মাঠ পরিদর্শনসহ মিছিল-মিটিং এ মাতিয়ে রেখেছেন তারা। রাজশাহীর বাইরে থেকে শুক্রবার সকাল থেকেই আসতে শুরু করেছে বহর।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালের দিকে রাজশাহীতে এসেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান। এছাড়াও রয়েছেন, দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ।

এদিন কেন্দ্রীয় নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন। এছাড়া দিনব্যাপি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আয়োজিত মিছিল-মিটিং অংশ নেন।

কেন্দ্রীয় নেতারা জানান, রাজশাহীতে দীর্ঘ ৫ বছর পর প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন। নিবার্চনের আগে বৃহৎ এই রাজনৈতিক জনসভাকে সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। ৭ লক্ষ মানুষের সমাগমের যে টার্গেট সেটাকে সামনে রেখেই নেতা-কর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে একযোগে কাজ করছেন।

এদিকে, কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সমাবেশেস্থল মাদ্রাসামাঠসহ আশেপাশের এলাকা। নৌকার আদলে তৈরি করা হচ্ছে মঞ্চ। মঞ্চের নির্মাণ কাজও শেষের দিকে। এখন ফিনিশিং কাজ চলমান। মাদ্রাসামাঠে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া আগামীকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি হেলিকপ্টার যোগে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর আড়াই টায় মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করবেন।

শনিবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, এমপি রেলযোগে বেলা সোয়া ছয় টায় দিকে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা দেড় টায় নগরীর মাদ্রাসা মাঠে রাজশাহী বিভাগীয় আওয়ামী লীগের জনসভায় যোগদান করবেন।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি বিকাল পাঁচটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। ২৯ জানুয়ারি সকাল এগারোটায় নগরীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এ রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। দুপুর দুইটায় রাজশাহী মাদরাসা মাঠে জনসভায় যোগদান করবেন।

আর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনব্যাপি সফরে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়া তিনি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ২ টায় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আর এর আগেই সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ