রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষ করে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য দিয়েছেন।
মিউনিখের ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর থেকে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯:০৮ মিনিটে দেশের পথে রওনা দেনন প্রধানমন্ত্রী। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান।
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মেয়াদে সরকার গঠনের পর এটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারি সফর।
তিন দিনের এই সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন প্রধানমন্ত্রী। তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, পাশাপাশি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।
তথ্যসূত্র: বিডিনিউজ