প্রধানমন্ত্রী প্রোটোকল ছাড়াই টুঙ্গিপাড়া গেলেন

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ

সরকারি প্রোটোকল ছাড়াই ঢাকা হতে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোনার দেশ ডেস্ক :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতাকাছাড়াই ব্যক্তিগত গাড়িতে করে নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গিয়েছেন। প্রধানমন্ত্রী এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান কোনো প্রোটোকল ছাড়াই। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই এ সফরে কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেননি।
নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মন্ত্রী-এমপিরা নির্বাচনি কাজে কোনো সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি গাড়িও ব্যবহার করতে পারবেন না তারা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ