প্রধানমন্ত্রী বার এসোসিয়েশনের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন : আইনমন্ত্রী আনিসুল হক

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ

নাটোর পতিনিধি :


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী বার এসোসিয়েশনের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী করোনা প্রতিরোধে অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর বদৌলতে করোনাকালীন সময়ে আইন করে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা করার কারণেই ৩ লক্ষ ৫৩ হাজার ভুক্তভোগীর জামিনের ব্যবস্থা এবং ১ লক্ষ ৫০ হাজার মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আপনারা জানেন, বার এবং ব্রেঞ্চ একই পরিবারের দুটি সন্তান। আপনারদের মধ্যে সম্পর্কের অবনতি হলে সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুর টেন্ডার ও প্রসেস শুরু হওয়ার আগেই দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়া ছাড়াই অর্থায়ন বন্ধ করে দেয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও সাহসিকতার কারণেই আজ জনগনের টাকা দিয়েই পদ্মা সেতু তৈরি করা সম্ভব হয়েছে। বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করার অনেক অপচেষ্টা করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী নের্তৃত্বের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ১৯৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে রুপান্তরিত হবে। বাংলাদেশকে নিয়ে তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা আগে কেউ নেননি।

তিনি বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ৬১টি আদালত চত্ত্বরে বোমাবাজি করা হয়। ২০০৪ সালের ১৭ আগস্ট রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়। সেটার কোন মামলা হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন, নাটোর আদালত ভবনে লিফট এর জন্য ২০ লক্ষ টাকা এবং বঙ্গবন্ধু লাইব্রেরী করার জন্য ২৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। এই ৪৫ লক্ষ টাকা আগামী রবিবার আদালত সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হবে। এসময় তিনি বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। কোভিডে ২৯ হাজার মানুষ মারা গেছেন কিন্তু না খেয়ে কেউ মরে নাই। সরকার এখন কিছুটা কৃচ্ছতা সাধন করছে উল্লেখ করে তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলমান রয়েছে। আমরা কৃচ্ছতা পালন না করলে আমাদের অর্থনীতির উপর বিরুপ প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কেউ গৃহহীন থাকবে না। আমরা সবাই মিলে স্মার্ট বাংলাদেশ গড়ব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আওয়ামীলীগ ত্যাগী নেতাদের মূল্যায়ন করে। আমি যেহেতু আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে নেই তারপরেও আমার ধারণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামীলীগের অতীতের ইতিহাস যা বলে তা হল, সরাইলের আওয়ামীলীগের ত্যাগী নেতারা মনোনয়ন চাইলে ছাত্তার সাহেব মনোনয়ন পাবেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখের সঞ্চালনায় ও সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ