প্রধানমন্ত্রী ভোট দিলেন

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ৯:০৩ পূর্বাহ্ণ

ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: টিভি থেকে নেওয়া

সোনার দেশ ডেস্ক :


রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সময় অন্য সাধারণ ভোটারের মতো শেখ হাসিনাকেও প্রমোশনীয় কালি দিয়ে তার আঙুলে মার্ক করে দেয়া হয়।
ভোট দেয়ার আগে ও পরে প্রধানমন্ত্রী সব নির্বাচনি কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন।

শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও সিটি কলেজের ভোটকেন্দ্রে যান। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টার আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন