রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবির এর মাধ্যমে ২ লাখ ৩২ হাজার টাকার একটি চেক জমা প্রদান করা হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান বলেন, দেশের বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখনও আর্ধাহারে, অনাহারে, নির্ঘুম দিনাতিপাত করছে। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সামর্থ অনুযায়ী সহযোগীতা করলাম।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, আর.ডি.এ কর্তৃক পুন বার্সিত সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, প্রচার সম্পাদক আশরাফুল আলম আশা, কোষাধ্যক্ষ আয়নাল হক প্রমুখ।