প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক লাখ টাকা দিল রুমা ২৪

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


আকস্মিক বন্যায় দেশের ১২টা জেলার বানভাসী মানুষের জন্য মানবিক সহায়তায় রাজশাহী ইউনিভার্সিটি মাস্টার্স এসোসিয়েশন ( রুমা ৯৪ ) প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক লাখ টাকার চেক প্রদান করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসকস শামীম আহমেদেও কাছে চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন রুমা ৯৪ এর সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. ইসমাইল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আরিফ বিল্লাহ কাজল, প্রফেসর ফজলে রাব্বি, প্রফেসর ড. ফারজানা নীলা, ড. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অফ কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, কোষাধাক্ষ কামরুজ্জামান সরকার প্রমুখ।#

Exit mobile version