শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
প্রফেশনাল সোসাল ওয়ার্কার্স ফাউন্ডেশন ফাউন্ডেশন (পিএসডাবলুএফ) রাজশাহীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর তেরখাদিয়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, প্রফেশনাল সোসাল ওয়ার্কার্স ফাউন্ডেশন রাজশাহীর প্রেসিডেন্ট মোহা. মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক (উপসচিব) ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী ও জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপপরিচালক রুবিনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সদস্য ও অতিথিসহ ৫৫ জন। লিখিত রিপোর্ট পাঠ করেন, সংস্থার সাধারণ সম্পাদক আনসার আলী। আর্থিক রিপোর্ট পেশ করেন, এমএ বারী। স্বাগত বক্তব্য দেন, একেএম সাঈদ, সহসভাপতি মোহা. পিয়ার বক্স।