শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীর চারঘাটে বিশিষ্ট সমাজসেবক প্রবীণ রাজনীতিবিদ মরহুম আব্দুল হান্নানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম রতনের সভাপতিত্বে চক কাপাশিয়া ইদগাহ মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফকরুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সারদা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি ফকরুল ইসলাম মরহুম হান্নানের রুহের মাগফেরাত কামনা ও তার সততা, ন্যায়, নিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, হান্নানকে আমরা আর কোন দিন ফিরে পাবনা। কিন্তু তার যে নিষ্ঠা ও সততা ছিল সেটাকে অনুসরন করে সামনের দিকে সকলকে এগিয়ে যেতে হবে।