প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহীতে গত ১৮ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী রিপোটিং’ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র গতকাল শুক্রবার সন্ধ্যায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) ও জিআইজেড এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।
গতকাল সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুমসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ