প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন তাসকিন

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বিরাট কোহলির মতো দক্ষ ব্যাটসম্যানসহ ভারতের প্রত্যেকটি টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট চান তাসকিন। আরও একটি ব্যক্তিগত লক্ষ্য আছে তার।
নিউজিল্যান্ডে লম্বা সফর শেষে খানিকটা বিরতি নিয়ে আবার ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে একমাত্র টেস্ট খেলবে তারা। শীর্ষ র‌্যাংকিং প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করা নিচের দিকে থাকা বাংলাদেশের জন্য কঠিন এক চ্যালেঞ্জই হবে বটে। তাছাড়া নিউজিল্যান্ডের মাটিতে মাসব্যাপী ভিন্ন কন্ডিশনে খেলে আবার ভারতের কন্ডিশনে মানিয়ে নেওয়াটাও শক্ত চ্যালেঞ্জ। এজন্যই রবিবার থেকে শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ডে খেলে এসে ভারতের কন্ডিশনে মানিয়ে নিতে এ প্রস্তুতি ম্যাচ সহায়ক হবে বলেছেন তাসকিন, ‘আগামীকালের (রোববার) ম্যাচটি সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা মাত্র কয়েকদিন আগে নিউজিল্যান্ড থেকে ফিরেছি এবং এখানকার কন্ডিশন ওখানকার চেয়ে অনেক আলাদা। এ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে প্রস্তুতি ম্যাচটি। আশা করি আমরা এর সঠিক ব্যবহার করব।’
হায়দরাবাদে নেট সেশন শেষে শনিবারের সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। ভারতের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুভূতি তিনি জানিয়েছেন এভাবে, ‘একটি টেস্ট ম্যাচ খেলতে প্রথমবার আমরা এখানে এসেছি, ভালো লাগছে। আমরা ভালো খেলতে পারি এটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার ভালো একটা সুযোগ। ভারত বিশ্ববিখ্যাত একটি দল। আর আমাদের মতো তরুণ খেলোয়াড়দের দক্ষতা ও মেধা দেখানোর এটা ভালো একটা সুযোগ।’
ফ্লাট উইকেটে ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারবে আশাবাদী তাসকিন। দলের পেসারদের ভালো লাইনলেন্থে বল করতে পারলে এ উইকেটে সফল হওয়া যাবে মনে করেন তিনি। তবে ট্র্যাকের ধরন নিয়ে কোনও চিন্তাভাবনায় না থেকে নিজেদের অনুশীলনে সব মনোযোগ বাংলাদেশের।
বিরাট কোহলির মতো দক্ষ ব্যাটসম্যানসহ ভারতের প্রত্যেকটি টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট চান তাসকিন। আরও একটি ব্যক্তিগত লক্ষ্য আছে তার, ‘আমি যদি সুযোগ পাই তবে দলের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাচের মোড় ঘুরানো স্পেল করতে চাই।’
দলে ম্স্তুাফিজুর রহমান থাকলে দারুণ কিছু হতো বিশ্বাস তাসকিনের। দলের প্রত্যেকে বাঁহাতি পেসারকে মিস করবেন জানালেন তিনি, ‘এখন জাতীয় দলে অনেক ফাস্ট বোলার আসছে এবং তাদের সবাই খুব সম্ভাবনাময়ী। কিন্তু এটা সত্যি যে আমরা মুস্তাফিজকে মিস করব। সে একজন বিশ্বমানের ফাস্ট বোলার। ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। কিন্তু দুর্ভাগ্য যে সে যথেষ্ট ফিট নয় এবং আশা করি দ্রুত আমরা একসঙ্গে আবার বল করতে পারব।’ সূত্র :বিসিবি, বাংলা ট্রিবিউন