মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল জাতীয় দলের। নানা জটিলতায় সে সফর না হওয়ার পর দলকে কেনিয়া নিয়ে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলানোর কথা শোনা গেলেও শেষ তাও হয়নি। তাই ঘানাকে উড়িয়ে এনে ঘরের মাঠেই প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। র্যাংকিংয়ে ৬ ধাপ পেছনে থাকা আফ্রিকার দেশটিকে হারিয়ে মনোবল বাড়িয়ে নেয়ার প্রত্যাশা থাকলেও হয়েছে তার উল্টো। তিন ম্যাচের প্রথমটিতে অতিথি দলের কাছে জিমিরা হেরে গেছেন ২-০ গোলে। আগামী ৪ থেকে ১২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। ‘এ’ গ্রুপে শক্তিশালী মালোয়েশিয়া, ওমান ও ফিজির সঙ্গী স্বাগতিক বাংলাদেশ। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে মিশর, ঘানা ও শ্রীলঙ্কা। ৪ মার্চ মালোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হচ্ছে লাল-সবুজদের। মালয়েশিয়া খেলছে কানাডার পরিবর্তে। নিজেদের ঝালিয়ে নিতে ঘানার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে অলিভার কার্টজের দল। প্রথম ম্যাচ হেরেছে, স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট কোচ অলিভার কার্টজ। তবে তিনি হতাশ নন ‘ম্যান টু ম্যান মার্কিং নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। তারপরও এ ফলাফলে আমি হতাশ নই। প্রতিযোগিতা শুরুর আগে আমরা আরও দুটি ম্যাচ খেলবো। দেখি ওই দুই ম্যাচে কেমন খেলে ছেলেরা।’ ম্যাচে পাঁচটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। এ প্রসঙ্গে কোচ বলেছেন, ‘এটা আমার কাছে সমস্যা নয়। প্রস্তুতির কারণে খেলোয়াড়রা ক্লান্ত ছিল। তবে এটা মানছি- ম্যাচটি আমাদের জন্য মোটেও ভালো ছিল না।’ টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগের এ হার দলের জন্য সতর্ক বার্তা কি না? জবাবে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এটা আমাদের জন্য সতর্ক বার্তাই হওয়া উচিত।’ জাগো নিউজ