মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ৮ উইকেটে জয় পেয়েছে রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল। শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
টস জয়ী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৬৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ লাবিন ১৩ রান করেন। বিপক্ষ দলের পক্ষে নুর ১৫ রানে ৩টি, আরিয়ান ২৯ রানে ৫টি ও নিয়ামুল ৭ রানে ২টি উইকেট নেন।
জবাবে রাজশাহী রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল ব্যাট করতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৭৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ দিপ্ত অপরাজিত ৪৮ রান করে। বিপক্ষ দলের পক্ষে আসিস ১৬ রানে ১টি উইকেট নেন।