প্রাক্তন এডিএম সাবিহা সুলতানার দাফন সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আপডেট: জুন ৩, ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর প্রাক্তন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ৯ টায় রাজশাহী জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নওগাঁর মখরপুর গ্রামে দ্বিতীয় নামাজের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে এডিএম সাবিহা সুলতানার মরদে দাফন করা হয়।

জানাজার নামাজ শেষে, মরহুমের কফিনে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ও ভারতীয় সহকারী হাইকমিশনারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানা গেছে, রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ও বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘ দিন যাবত জটিল ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১ জুন সকাল সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মো. জিয়াউল হক, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মহিনুল হাসান,

পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সামসুল ইসলাম, এডিএম সাবিহা সুলতানার স্বামী এস এম নুরে আলম জুলফিকার, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত সহ বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্য ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ