রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজশাহীতে প্রথম বারের মতো জাকাত ফেয়ারের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ‘আর্থ-সামাজিক উন্নয়নে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনার শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শহিদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। মেয়র বলেন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ও বিপন্ন-মানুষের কল্যাণে সিজেডএম যে কাজ করছে তা আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে সেমিনারে কি-নোট স্পিকার বক্তব্য উপস্থাপন করেন সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওসাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। প্যানেল ডিসকাসেন্ট ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন, আইন অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল হান্নান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, সিজেডএম-এর শরিয়াহ সুপারভাইজরি বোডের্র সদস্য মাওলানা মোখতার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিজেডএম এর হেড অব কর্পোরেট অ্যাফের্য়াস কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন।
সেমিনারে আলোচকরা বলেন, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে ইসলামে জাকাতের বিধান রাখা হয়েছে। যার মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব। ব্যক্তি পর্যায়ে শাড়ি-লুঙ্গি বিতরণ বা সামান্য কিছু টাকা দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব নয়। বরং ভিক্ষা-বৃত্তিকে উদ্ভুদ্ধ করা হয়। রাষ্ট্রীয় নানান উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা সম্পদের সুষম বণ্টন ও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখতে পারে।
আগামীকাল ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ইমাম ও খতিবদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনায় ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং দুপুর ২.৩০টায় অনুষ্ঠিত হবে জাকাত হিসাব পদ্ধতি বিষয়ক কর্মশালা।
জাকাত সর্ম্পকে সচেতনতা তৈরি করতে এর বিভিন্ন দিক নিয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ২০১৩ সাল থেকে প্রধানত রাজধানীতে নিয়মিত যাকাত ফেয়ারের আয়োজন করে আসছিল।