প্রান্তিক আবাসিক প্রকল্পের প্লটের লটারি অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রান্তিক আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের প্লটের লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় আরডিএ মিলনায়তনে প্লট বরাদ্দ তালিকা প্রণয়ন কমিটির আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়েছে।

প্লট লটারিতে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম তুহিনুর আলম।এসময় আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরডিএ’র অথরাইজড অফিসার মুহা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার বদরুজ্জামান প্রমুখ।

বিভিন্ন ক্যাটাগরিতে ৫০টি প্লটের লটারি অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ