শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিকল হয়ে যাওয়ায় প্রায় ৪০ ঘণ্টার পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় গতকাল শনিবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতের কারণে ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৭টি ইনসুলেটর বিস্ফোরণ হয়ে দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এর মধ্যে শুক্রবার রাত পৌণে বারটার দিকে বিদ্যুৎ এলেও প্রায় ২ ঘণ্টা চালু থাকার পর আবারও বজ্রপাতের কারণে কয়েকটি ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয়ে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গোমস্তাপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৭টি স্থানে বজ্রপাতের কারণে ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় গোমস্তাপুর ও নাচোল উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়ন প্রায় ৪০ ঘণ্টা বিদ্যুতবিহীন অবস্থায় ছিল। ক্ষতিগ্রস্ত ইনসুলেটরগুলো পরিবর্তন করে শনিবার দুপুর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনটির বেশিরভাগ এলাকা বিলাঞ্চল ও ফাঁকা জায়গায় হওয়ায় এবং এলাকাগুলো বজ্রপাত প্রবণ হওয়ায় বজ্রবৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে। তবে নির্মিতব্য আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু হলে এ দুর্ভোগ থাকবে না বলে তিনি জানান।
এদিকে টানা ৪০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এলাকায় ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে হাসপাতাল ও ক্লিনিকে অসুস্থ রোগিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন, পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। বাসা বাড়ির ফ্রিজের বিভিন্ন খাবার নষ্ট হয়ে যায়। এছাড়া বিদ্যুৎ না থাকায় অটো ও ভ্যান চার্জের অভাবে এলাকায় পরিবহন সঙ্কটও সৃষ্টি হয়।