রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
স্থানীয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে ব্রাইট স্টার ক্লাব। গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাইট স্টার ক্লাব ৫ উইকেটে আগমনী ক্রীড়া চক্রকে হারিয়েছে। আগমনী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সুমন ২২ রান করে। বিপক্ষে মনিরুল ১৭ রানে ৪টি উইকেট নেন। জবাবে ব্রাইট স্টার ক্লাব ২০ ওভারে ৫ উইকেটে ৯১ রান করে ফলে ৫ উইকেটে জিতে যায়। দলের পক্ষে সর্বোচ্চ মনির অপরাজিত ৪৩ ও বিশাল অপরাজিত ২২ রান করে। বিপক্ষে তমাল,নিসিথ,মারুফ ও মারসাল ১টি করে উইকেট নেন। আজকের খেলায় মোকাবিলা করবে রাজশাহী টাউন ক্লাব ও দিগন্ত প্রসারী সংঘ।