প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রভাতীর হার

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১১:৪৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে ব্রাইট স্টার ক্লাব। গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অপ্রতিরোধ্য হয়ে উঠা প্রভাতী সংঘের লাগাম টেনে ধরেছে ব্রাইট স্টার ক্লাব। তারা ৯ রানে প্রভাতী সংঘকে হারিয়েছে। টসে হেরে ব্রাইট স্টার ক্লাব ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সিফাত ২৩, হিমেল ২৯ ও বিশাল ২৬ রান করেন। বিপক্ষে রাজিবুল ২৫ রানে ৪টি, সৌরভ কোন রান না খরচ করে ৩টি ও নিহাদ ৩৭ রানে ২টি উইকেট নেন। জবাবে প্রভাতী সংঘ ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৪০ ও সৌরভ ৩১ রান করেন। প্রতিপক্ষ দলের বিশাল ২৬ রানে ২টি, মাহফুজ ২৬ রানে ২টি ও মিঠু ১২ রানে ৫টি উইকেট নেন। আজকের খেলায় মোকাবিলা করে রাজশাহী টাউন ক্লাব ও অ্যালাইড ক্রিকেট ক্লাব।