প্রিয় সঙ্গী দানবাকৃতির অজগর! দিনরাত সাপের সঙ্গেই কাটান যুবক

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মানুষ ছাড়াও জীবজন্তুদের মধ্যে থেকে প্রিয় সঙ্গী খুঁজে পান অনেকে। কুকুর, বিড়াল, খড়গোশ, পাখি, এমনকী বাঘ, সিংহও বাড়িতে পোষ্য হিসেবে রাখেন বহু মানুষ। কিন্তু প্রিয় সঙ্গী সাপ, এমন ঘটনা বেশ বিরল। সাপের নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকে। সাপের উপস্থিতি টের পেলে তো, ভয়ে রীতিমতো কুঁকড়েও যান। কিন্তু এক যুবক দিনরাত কাটান সাপের সঙ্গে। তাঁর প্রিয় সঙ্গী দানবাকৃতির এক অজগর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাইক হলস্টোন নামের এক যুবকের কীর্তি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিশালাকৃতির এক অজগর তাঁর পোষ্য। যুবকের ঘরেই সেটি থাকে। এমনকী বিছানাতেও শোয়। অজগরকে পাশে রেখেই ঘুমান যুবক।

ভিডিওতে দেখা গেছে, একটি বিছানায় শুয়ে মাইক বই পড়ছেন। তাতেই মগ্ন তিনি। এদিকে মাইকের পাশে শুয়ে রয়েছে অজগরটি। কখনও মাথার কাছে ঘোরাফেরা করছে। তারপরেই তাঁর পাশে ঘাপটি মেরে শুয়ে পড়ছে।

ভিডিওটি ইতিমধ্যেই চার মিলিয়ন মানুষ দেখেছেন। কমেন্ট করে অনেকেই জানিয়েছেন, তাঁরা রীতিমতো শিউরে উঠেছন। একজন লিখেছেন, ‘দেখে শান্ত মনে হলেও, যখন তখন আক্রমণ করতে পারে। এমন প্রাণী ঘরে না রাখাই ভাল।’ প্রসঙ্গত, মাইক ইনস্টাগ্রামে ‘দ্য রিয়াল টারজান’ নামে পরিচিত।

১২ মিলিয়ন ফলোয়ার তাঁর। গত বছর বিষধর কিং কোবরার মাথায় চুমু খাওয়ার ভিডিও তিনি শেয়ার করেছিলেন। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ