রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রেমিকার ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল ছবি প্রকাশের দায়ে এক কলেজছাত্রকে তিন বছর কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন অপু কুমার সাহা (১৯)। তিনি নাটোরের নলডাঙ্গা থানার মৃত নীরেন সাহার ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজে পড়াকালীন আসামি অপু কুমারের সঙ্গে বাদির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন অপু। এতে বাদি-রাজি না হলে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। এরপর অপু বাদির ফেসবুক আইডি হ্যাক করে তার অশ্লীল ছবি প্রকাশ করেন। এ ঘটনায় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাজশাহীর পুঠিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেন আদালত।