শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
প্রেমিকা খুন করল প্রেমিককে! অবাক কাণ্ড খুঁড়িগাছিতে! প্রকাশ্য রাস্তায় প্রেমিকার ছুরির আঘাতে প্রাণ গেল প্রেমিকের। শনিবার সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ভদ্রেশ্বর থানার অন্তর্গত খুঁড়িগাছি এলাকায়। এক যুবককে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল। আর সেই ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল অনলাইন। মৃত যুবকের নাম তাপস প্রামানিক (৪৬)।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন জন রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে। হঠাৎ করেই পুরুষ সঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়েন নারী। রাস্তা দিয়ে তখন এক সাইকেল আরোহী যাচ্ছিলেন। তিনি ঘটনাটি দেখে দাঁড়িয়ে পড়েন। তারপর দুই নারী রাস্তা ধরে হেঁটে চলে যান। অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বরের চাঁপদানি ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় শনিবার ভোরে এই ঘটনা ঘটে। অভিযোগ, রাস্তায় ছুরি মারা হয় তাপস প্রামানিককে। অভিযুক্ত নারী শবনম খাতুন আগে রিষড়ায় তার স্বামীর সঙ্গে থাকতেন। বর্তমানে খুঁড়িগাছিতে জগদেও সাউ এর বাড়িতে ভাড়ায় ছিলেন। সেখানেই তাপস প্রামানিকের যাতায়াত ছিল। দু’জনের সম্পর্কের জটিলতা এই ঘটনার নেপথ্যে বলে পুলিশের অনুমান।
এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় অ্যাঙ্গাস ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে মৃত্যু হয়েছে ওই যুবকের। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসাপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার পর অভিযুক্ত নারীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঙ্গে থাকা আর একজন নারীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, নিজেদের মধ্যে অশান্তির জন্য এই ঘটনা ঘটেছে।
অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় আরও এক নারী সঙ্গে ছিলেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ সাউ বলেছেন, যে মারা গেছে তার আগের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এখন এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। শুক্রবার বিকেল থেকেই ওই দু’জনের নিজেদের মধ্যে গণ্ডগোল চলছিল। তারপর এদিন ভোর রাতে এই ঘটনা। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আইনানুযায়ী ব্যবস্থা হবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন