মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
প্রেমিকের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন তরুণী। বারবার অনুরোধ করছিলেন তাঁদের সম্পর্ক যাতে মেনে নেন সকলে। পছন্দের পুরুষের সঙ্গে বিয়ের অনুমতি না পাওয়ায় চরম পদক্ষেপ নিলেন তরুণী। পরিবারের পরপর ১৩ জনকে হত্যা করলেন তিনি। একযোগে ১৩ জনকে খুনের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। গত ১৯ আগস্ট সিন্ধের খয়েরপুরের কাছে হাইবত খান ব্রোহী নামে এক গ্রামের এক পরিবারের ১৩ সদস্যের মৃত্যু হয়। ডিনারের পরেই ১৩ জন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করালে সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়না তদন্তের পর জানা যায়, খাবারে বিষক্রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডিনারে রুটির মধ্যে বিষ মেশানো হয়েছিল। সেই বিষ মিশিয়েছিলেন তরুণী। পুলিশি জেরায় তা স্বীকার করে নেন তরুণী। কিন্তু কেন ১৩ জনকে খুন করলেন তিনি? তরুণী পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি।
প্রেমিককে বিয়ে করার অনুমতি পরিবারের কেউ দেননি। বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজি হননি কেউ। অবশেষে প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই পরিবারের সকলকে খুন করেন তিনি। এ ঘটনায় রোববার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন