মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
আরিফুল হাসান
ফুটলে যদি বুকের ভেতর বাগানটাকে উজালা করে
ফুটলে যদি পূর্ণ করে ভালোবাসায় ভরিয়ে দিয়ে
হৃদয়জুড়ে বসন্তগান ছড়িয়ে পড়ে হঠাৎ এমন
অজানা এক সুরভীতে প্রাণ-উতলা নিষিদ্ধ ঘুম
এ চুম-রাতের স্বপ্ন-খোয়াব ধরলে যদি দেহের ভাঁজে
কেনো সখি কোলের কাছে কাঁপছো এমন মধুর লাজে?
ভাঙো বিভা, খোলো তোমার মনের সকল দোর
প্রেমের খেয়ায় ভেসে যাবো দূর থেকে দূর কোনো অচিনপুর।