প্রেসিডেন্ট নির্বাচনে ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়

আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১:০২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কলোরাডো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্প নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য। ২০২১ সালে ক্যাপিটলে তাঁর সমর্থকরা যে হামলা চালিয়েছিল, তাতে ট্রাম্পের উস্কানির অভিযোগের জেরেই এই রায় দিলেন আদালত। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪-৩। মার্কিন সংবিধানে আছে, যাঁরা বিদ্রোহের সঙ্গে জড়িত, তাঁদের কোনো পদে রাখা যাবে না। যদিও এই বিধান খুব কমই ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু সেই রায়ই ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনা শেষ করে দিল।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। বাইডেন ক্ষমতায় ফিরবেন নাকি রিপাবলিকান নেতাদের কেউ মার্কিন মসনদে বসবেন তা নিয়ে হাজারও জল্পনা চলছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বাইডেনকে হারিয়ে পুনরায় প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প।

প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ শতাংশ এগিয়ে রয়েছেন তিনি। রিপাবলিকান নেতাদেরও পিছনে ফেলে শীর্ষে রয়েছেন বিতর্কিত রাজনীতিক ট্রাম্প। এই সমীক্ষার পর থেকেই জল্পনা জোরালো হয়েছে, শেষপর্যন্ত কি তাহলে ট্রাম্পই ফিরছেন? কিন্তু সেসব জল্পনার ইতি ঘটাল মার্কিন সুপ্রিম কোর্টের রায়।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদে হামলা চালিয়েছিল ট্রাম্পের সমর্থকরা।

আসলে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বারবার নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছিলেন। তাঁর সেই উস্কানির জেরে পথে নামে হাজার-হাজার ট্রাম্প সমর্থক। যারা রীতিমতো তাণ্ডব চালায়। ক্যাপিটল আক্রমণ করে। অতীতের সেই কলঙ্কজনক অধ্যায়ই ট্রাম্পের ভবিষ্যতের জন্য যতিচিহ্ন তৈরি করল।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ